

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
তবে বহিষ্কারের আগেই তিনি ব্যক্তিগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে। হাসান মামুন গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের পূর্বে বিএনপির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।
এ বিষয়ে হাসান মামুন বলেন, “বিএনপির সিদ্ধান্ত ছিল পূর্বনির্ধারিত। আমি ২৮ ডিসেম্বর দল থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। এই সময়ে নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।”
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তার বহিষ্কারের বিষয়টি ইতোমধ্যে পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।
মন্তব্য করুন
