মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে খামারে ঢুকে ১২ গরু লুট, অস্ত্রের মুখে মালিক জিম্মি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
সীতাকুণ্ড মডেল থানা
expand
সীতাকুণ্ড মডেল থানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া এলাকায় গভীর রাতে একটি গরুর খামারে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে খামার মালিককে বেঁধে রেখে ডাকাত দল খামার থেকে ১২টি গরু লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন উত্তর বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘এন আই এগ্রো ফার্মে’ এই ডাকাতির ঘটনা ঘটে।

খামার মালিক ইসমাইল হোসেন জানান, রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে ১২ থেকে ১৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল খামারের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জিম্মি করে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর খামারে থাকা একে একে ১২টি গরু ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা।

তিনি আরও বলেন, ডাকাতরা খুবই পরিকল্পিতভাবে এবং দ্রুততার সঙ্গে পুরো ঘটনা ঘটিয়েছে। ডাকাতদের ভাষা ও চলাফেরা দেখে মনে হয়েছে তারা আগে থেকেই খামারের সবকিছু সম্পর্কে ধারণা নিয়ে এসেছিল।ডাকাতি ঠেকাতে গিয়ে খামারের পাশে অবস্থিত একটি চায়ের দোকানের মালিক আমিন হোসেন বাধা দিতে গেলে ডাকাতদের মারধরের শিকার হন। একপর্যায়ে ডাকাতরা তাঁকে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে আহত অবস্থায় রয়েছেন।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে খামার মালিক সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুট হওয়া গরু উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এদিকে একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী রাতকালীন টহল জোরদারসহ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X