

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথা এলাকায় এক ব্যক্তিকে মারধর ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি দরগাঁহ রাস্তার মাথা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহত সাইফুলের পরিবারের অভিযোগ, রাত পৌনে একটার দিকে সাইফুলকে ধরতে ঘরে যায় পুলিশ। এসময় তিনি ঘর থেকে পাশের বিলের দিকে দৌঁড় দেন। প্রতিপক্ষের লোকজন সেখানে তাকে গলা টিপে ও মারধর করে হত্যা করেছে।
নিহতের পরিবার ও স্থানীয় লোকজন বলেন, গত শনিবার দুপুরে স্থানীয় নুরুল ইসলাম ও ফরিদুল আলমের মধ্যে সাড়ে সাত শতক জমি নিয়ে মারামারি হয়। মারামারির ঘটনাটি ঘটে সাইফুল ইসলামের বাড়ির পাশে। ঘটনার পর তদন্তে পুলিশ গেলে সাইফুল ইসলাম পুলিশকে প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেন। এতে ক্ষিপ্ত হন নুরুল ইসলাম। মারামারির ঘটনায় ওই দিন রাতে মামলা হলে সাইফুল ইসলামকেও আসামি করেন নুরুল ইসলামের স্ত্রী জেসমিন আকতার।
নিহত সাইফুল ইসলামের স্ত্রী রিনা আকতার বলেন, গতরাত পৌনে একটার দিকে সাইফুলকে ধরতে ঘরে পুলিশ আসে। এসময় সাইফুল কৌশলে দৌঁড় দেন। দৌঁড়ে পুলিশ থেকে বাঁচতে পারলেও প্রতিপক্ষের লোকজন ঠিকই তাকে ধরে ফেলে। এসময় তাঁরা গলা টিপে ও মারধর করে হত্যা করে লাশ বিলে ফেলে যায়। পুলিশ চলে যাওয়ার পর সাইফুল ঘরে না ফিরলে তাকে খুঁজতে গেলে বিলে সাইফুলের লাশ পড়ে থাকতে দেখেন সবাই।
পরে রাত চারটার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আজ সকাল সাড়ে নয়টায় ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সাইফুল চকরিয়া থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে ধরতে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ যায়। তবে তাকে ঘরে না পেয়ে পুলিশ ফিরে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। সেখানে দৃশ্যমান কোনো জখমের চিহ্ন নেই। সাইফুলের পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে ও মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ উৎঘাটন হবে বলে আশা করছি।
মন্তব্য করুন
