

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অনুমতি ছাড়াই ওয়াজ মাহফিল পরিচালনার অভিযোগে একটি সুন্নি মাহফিল স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় মাহফিলের আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আগামীকাল শনিবার দিনের বেলায় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হযরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল।
মাহফিলের প্রধান অতিথি ও বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি, যিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি পদপ্রার্থীও।
মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া অভিযোগ করে বলেন, ইউএনওর নির্দেশে আমাদের পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করা হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ আমাদের জানানো হয়নি। এতে আমরা বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছি।
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, এলাকার আশপাশে নিয়মিত অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, সেগুলোতে অনুমতির কোনো কথা শোনা যায় না। কিন্তু আমাদের মাহফিলের ক্ষেত্রেই কেন এত কঠোর আইন প্রয়োগ করা হলো -এটা আমাদের প্রশ্ন।
আয়োজকরা জানান, গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফোন করে প্রথমে মাহফিল পরিচালনার বিষয়ে যোগাযোগ করা হলেও পরে অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করা হয়।
এদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে প্রধান অতিথি করা এবং অতিথি তালিকা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি না। তবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, মাহফিলের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। তাই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
তবে উপজেলায় বর্তমানে কোন কোন ওয়াজ মাহফিল বা ওরস প্রশাসনিক অনুমতি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মন্তব্য করুন
