শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় আওয়ামী লীগের ১৬ জন গ্রেপ্তার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়
expand
নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়

নওগাঁ পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে চালানো বিশেষ অভিযানে ১৬জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘন্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ১৬ জন হলেন, সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মকলেছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরসালীন এর ছেলে আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার মোকছেদ আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার মৃত সোলায়মান আলী মন্ডলের ছেলে রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (৪৫), রাণীনগর উপজেলার গোনা গ্রামের রইচ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৬৩), কচুয়া গহেলাপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৫৫), পত্নীতলা উপজেলার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০) ও হরিরামপুর এলাকার মৃত শফি উদ্দিন মন্ডলের মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার শ্রী মনোরঞ্জন অধিকারীর ছেলে জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের মৃত ছাদের আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মৃত লাল মোহাম্মদ প্রধানের ছেলে মোঃ মোসলেম প্রধান (৪১)।

এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২) পরিচালিত হয়। উক্ত অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬জন আওয়ামী ফ্যাসিস্ট ও ফেসিস্টের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X