

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে সমাবেশ করায় আব্দুর রহিম নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৯ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এরআগে বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে সমাবেশ আয়োজন করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুর রহিমকে ৫ হাজার টাকা জরিমনা করেন।
এছাড়া স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী রিটার্নিং অফিসার নিকট প্রেরণ করেন।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার সমর্থক প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। অনুমতি ব্যতীত এ ধরনের কর্মসূচি পালন করা হলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
