শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ, এসিল্যান্ডের বাধা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
হাদির হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভে এসিল্যান্ডের বাধা
expand
হাদির হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভে এসিল্যান্ডের বাধা

চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্র জনতা।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের 'বিক্ষোভ করার' অনুমতি পত্র দেখতে চান।

অনুমতি পত্র না থাকায় ৫ মিনিটের মধ্যে তিনি বিক্ষোভ সমাবেশ শেষ করার নির্দেশ দেন। এতে করে ঘটনাস্থলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা সহকারী কমিশনারকে (ভুমি) উদ্দেশ্যে বলেন, জুলাই যুদ্ধ কোন অনুমতি নিয়ে হয়েছিল ? হাদী একজন জুলাই যোদ্ধা, তাকে হত্যা করা হয়েছে, সে কারনে এ বিক্ষোভ। এতে অনুমতি নেয়ার কি আছে ? এ সময় সহকারী কমিশনারকে (ভুমি) বিক্ষোভ সমাবেশের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X