বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মা-মেয়ে মিলে করতেন গাঁজার ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
মা-মেয়েসহ চারজন গ্রেপ্তার
expand
মা-মেয়েসহ চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার যাত্রীবেশে গাঁজা পাচারের সময় মা-মেয়েসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা রীনা আক্তার (৪৩) ও তার মেয়ে আছমা আক্তার (২৩), একই উপজেলার নয়াদিল এলাকার আবদুল হান্নান (৪৫) এবং কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জরিনা বেগম (৪০)।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশের মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাদের আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া তিন নারী এর আগেও মাদক সংক্রান্ত মামলার আসামি ছিলেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X