

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশে কুমিল্লা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন, সামনে নির্বাচন এ নির্বাচন স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার নির্বাচন। ইসলামি মূল্যবোধ টিকিয়ে রাখার নির্বাচন। আমাদের শিক্ষা ছিল, নামাজ হলো বেহেশতের চাবি। আর যারা ধর্ম ব্যবসা করে, তারা বলে দাঁড়ি-পাল্লা বেহেশতের চাবি। কত বড় শিরকি কথা আমি আর দেখিনি। মানুষ দাঁড়ি-পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে এমন কথা বলে তারা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি গোমকোট বালিকা মাদ্রাসার পাশের মাঠে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আল্লাহর বিধান মানতে হবে, ঈমান-আমল ঠিক রাখতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলেই বেহেশতে যাওয়া যাবে।
ধানের শীষের প্রার্থী বলেন, আজ যে বিজয় দিবস ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় দুটি পক্ষ ছিল। এক পক্ষে ছিলেন মুক্তিযোদ্ধারা, যারা দেশের স্বাধীনতার পক্ষে লড়েছেন। আর অন্য পক্ষে ছিল রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। তারা কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না।
গফুর ভূঁইয়া বলেন, এরা ধর্মকে ব্যবহার করে প্রাচুর্য ও অর্থ কামায়। ধর্মের নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে মাল্টিপারপাসের আড়ালে সুদের ব্যবসা করেছে। অথচ ইসলামে সুদ হারাম।
তিনি বলেন, এরা ইসলামের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ নেয় যেটাকে তারা বাইতুলমাল বলে দাবি করে। কিন্তু বাস্তবে তা চাঁদাবাজি। আমাদের দল বড়, তাই দু-একজন দুষ্ট লোক থাকতেই পারে। কিন্তু এক ইউনিয়নের দু-একজনের কারণে পুরো দলকে খারাপ বলে গীবত করা হয়।
গফুর ভূঁইয়া বলেন, ভোট চাইতে গিয়ে আমার বিরুদ্ধে কোনো বদনাম আছে? আমার নেতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান—তাদের বিরুদ্ধে কোনো বদনাম আছে কি? নেই। অথচ তারা আমাদের বিরুদ্ধে লাগাতার গীবত করছে। আমার কাছে জামায়াত, জাতীয় পার্টি কোনো দল আলাদা নয়। আমি নাঙ্গলকোটের সবার এমপি ছিলাম। আজ আপনাদের কথা দিচ্ছি, নাঙ্গলকোট হবে একটি আধুনিক উপজেলা যেখানে মদ, জুয়া, দখলবাজি, চাঁদাবাজিসহ কোনো অন্যায়-অপরাধ থাকবে না।
অনুষ্ঠানে বিএনপি নেতা হাসানুজ্জামান মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য মীর হোসেন মীরু, মৌকরা ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক শাহ আলম, মৌকরা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী সরওয়ার আলম মজুমদার সুমন, উপজেলা যুবদল নেতা সালেহ আহম্মদ, মৌকরা ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা মাহবুবুল হক, বিএনপি নেতা আরিফ হোসেন, মাস্টার মঈন উদ্দিন, যুবনেতা জয়নাল, শাহাদাত ভূঁইয়া এবং ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি আহসান হাবীব সুজনসহ আরও অনেকে।
মন্তব্য করুন
