বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ
expand
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একাত্তরে যে সংগ্রাম হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই ধারবাহিকতা বলে মনে করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তার ভাষায় চব্বিশকে আমরা ধারণ করি। আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ করার জন্য, চব্বিশ তো সেটারই প্রমাণ এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি। আমি বলব যে-এখানে তুলনার কোনো জায়গা নেই। এটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা।

বিজয় দিবসের বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ‘অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা’ আমাদের দেশকে ছোট করে বলেও মন্তব্য করেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, একাত্তরে আমরা গণতন্ত্র চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, সমতা চেয়েছিলাম, আমাদের ন্যায্যতা চেয়েছিলাম। চব্বিশ কি ভিন্ন কিছু? সেই ন্যায্যতাই চেয়েছি, সেই সমান অধিকারই চেয়েছি, সেই গণতন্ত্র চেয়েছি।

মুক্তিযুদ্ধের পরে অনেক কিছু অর্জন করতে না পারাতেই চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের সন্তান শারমীন।

মাঝখানে চব্বিশ নিয়ে তুলনা করে চব্বিশকে ছোট করার দরকার নাই। একাত্তরকেও কন্ট্রোভার্স করার কোনো মতেই দরকার নেই; বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা।

সেই জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে, এটা করা যাবে না, বলে উল্লেখ করেন উপদেষ্টা শারমীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X