

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী ব্যাংক থেকে ঋণের নামের ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলামসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
সংবাদ সম্মেলনে দুদক জানায়, ২৮ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
এদিকে, বিগত সরকারের সময় ডেমু ট্রেন ও ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে ৯০০ কোটি টাকার বেশি ক্ষতিসাধনের প্রমাণ পেয়েছে দুদক। এঘটনায় সাবেক দুই রেল মহাপরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ২০১৩ সালে ৩০ বছর স্থায়ীকাল ধরে চীন থেকে সাড়ে ৬০০ কোটি টাকায় ২০টি ডেমু ট্রেন আমদানি করে রেল কর্তৃপক্ষ। তবে দুদকের তথ্য অনুযায়ী, কেনার ৫–৬ মাসের মধ্যেই ডেমু ট্রেন বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
দুদকের এজহারে বলা হয়েছে, সম্ভাব্যতা যাচাই ছাড়াই অকার্যকর ডেমু ট্রেন কিনে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
এ ঘটনায় সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর রেলের ১০ ইঞ্চিন ক্রয়ে ৩২২ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
