বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির প্রশিক্ষিত সেই তিন কুকুরের দুটি নিলামে বিক্রি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
ডিএমপির প্রশিক্ষিত তিন কুকুর
expand
ডিএমপির প্রশিক্ষিত তিন কুকুর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন দলের তিনটি কুকুর নিলামে তোলা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মিরপুর ১৪-এর কে-নাইন টিমের সদর দপ্তরে অনুষ্ঠিত এই নিলামে ফিন নামের পুরুষ ল্যাব্রাডর এবং স্যাম নামের পুরুষ জার্মান শেফার্ড বিক্রি হলেও কোরি নামের স্ত্রী ল্যাব্রাডর শেষ পর্যন্ত বিক্রি হয়নি।

তিনটি কুকুর নিলামে মোট দুইটি বিক্রি হয়ে ছয় লাখ ৩০ হাজার টাকা ওঠে। কোরির জন্য সর্বোচ্চ পাঁচ লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব এলেও ক্রেতা পরে আর কুকুরটি নিতে রাজি হননি। স্যাম ও ফিনের ক্ষেত্রে নির্ধারিত ৭০ হাজার টাকা পরিশোধ করে ক্রেতারা কুকুর দুটি গ্রহণ করেন। সিটিটিসির কর্মকর্তারা জানান, নিলামের নিয়ম অনুযায়ী কোনো অগ্রিম টাকা নেওয়া হয়নি, তাই ক্রেতাকে বাধ্য করার সুযোগও নেই। কোরিকে পরে আবার নিলামে তোলার পরিকল্পনা রয়েছে।

তথ্য অনুযায়ী, কালো ল্যাব্রাডর জাতের কুকুর বাজারে দামি হিসেবে পরিচিত, বিশেষ করে প্রজননের উপযোগী বাচ্চাগুলো। যুক্তরাজ্যে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি জন্ম নেয় কোরি। বাংলাদেশে এনে তাকে কে-নাইন ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হয়। এখন তার বয়স আট বছর, এবং সাধারণত এই বয়সে স্ত্রী ল্যাব্রাডর কুকুরের প্রজননক্ষমতা কমে যায়।

সিটিটিসির সদস্যরা জানান, বিস্ফোরক ও বিপজ্জনক বস্তু শনাক্তকরণের কাজে প্রশিক্ষিত এই কুকুরগুলোর বয়স আট বছরের বেশি হওয়ায় তাদের কার্যক্ষমতা কমে এসেছে। ফিন ও কোরি ল্যাব্রাডর এবং স্যাম জার্মান শেফার্ড—যুক্তরাজ্য থেকে আনা এই তিন কুকুরের ইউনিটে দায়িত্ব পালনের সময় শেষ হয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X