

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন তারা।
এ সময় জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দসহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ে দিবসে জবি শিবিরের প্রথম কর্মসূচির পালিত হয়।
মন্তব্য করুন
