

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে। প্রথমবারের মতো বিজয় দিবসকে কেন্দ্র করে তারা ‘নৌ র্যালি’র আয়োজন করে। নৌ-র্যালিটি আজ শ্যামবাজার নৌ ঘাট হতে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজে গিয়ে শেষ হয়।
আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) এ নৌ-র্যালিতে প্রায় ১০০টি নৌকা অংশ নেয়। অংশগ্রহণকারী শিবির নেতাকর্মীরা লাল-সবুজের টি-শার্ট পরিধান করেন এবং প্রতিটি নৌকার সামনে উড়তে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা।বুড়িগঙ্গা নদীর বুকে লাল-সবুজের পতাকার সারি যেন বিজয়ের চেতনাকে নতুনভাবে তুলে ধরে।
ছাত্রশিবির নেতারা বলছেন, অতীতে বিজয় দিবসে ক্যাম্পাসে স্থলভিত্তিক র্যালি হলেও নৌ র্যালি ছিল সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে আমরা বিভক্তিমূলক রাজনীতির বিপরীতে ঐক্য, দেশপ্রেম ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে চেয়েছি।
এ সম্পর্কে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, "আমরা দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে ইউনিক কোন কিছু করা যায় কিনা। এ বিষয় থেকে আমরা দেখলাম পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই বুড়িগঙ্গা নদী দীর্ঘদিন ধরেই দখল এবং দূষণে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য বুড়িগঙ্গা কে বাঁচানো, দেশকে রক্ষা করা পাশাপাশি আমরা যেন আমাদের স্বাধীনতা, দেশ ও সার্বভৌমত্বের প্রতি সচেতন হতে পারি এ বার্তা নিয়েই আমরা এই নৌ-র্যালির আয়োজন করি"।
ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ বলেন,"১৯৭৭ সালে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রতি বছর বিজয় র্যালির আয়োজন করে থাকি। তবে এবার ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছি। ঢাকার প্রাণকেন্দ্রে যে বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ঢাকাকে মানুষ চিনেছে সেই নদীকে বাঁচানোর তাগিদে আমরা এই র্যালীটি আয়োজন করেছি।"
মন্তব্য করুন
