

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, যশোর শহরস্থ মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কেন্দ্রীয় মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
যবিপ্রবির মহান বিজয় দিবস ২০২৫ এর কর্মসূচি শুরু হয় আজ মঙ্গলবার সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। তারপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মিনি ম্যারাথনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ যশোর শহরের মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ভলিবল, দৌড়, মোরগ লড়াই, বালিশ বদল খেলাসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: শাহেদুর রহমানের সভাপতিত্বে দুপুর ১২ টায় শুরু হয় শরীরচর্চা শিক্ষা দপ্তর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে যবিপ্রবির আন্ত:হল হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:হল বাস্কেটবল প্রতিযোগিতা (ছাত্র), আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্রী), আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:বিভাগ দাবা প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:বিভাগ ক্যারাম প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), আন্ত:হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), দড়ি লাফ ও অন্যান্য খেলা প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের মহান বিজয় অর্জনে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচিগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহ বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ এবং ঝিনাইদহ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন দেশীয় খেলাধুলা প্রতিযোগিতা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মন্তব্য করুন
