

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিষ্ঠার ২০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয়বারের মতো জানুয়ারিতে সমাবর্তন আয়োজন হওয়ার কথা চললেও কিছু কারণে তা না হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন তথ্য পাওয়া গেছে প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে।
১৮৫৮ সালে টাঙ্গাইলের বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী পুরান ঢাকায় একটি ব্রাহ্ম স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৭২ সালে তার বাবার নামানুসারে এর নামকরণ হয় ‘জগন্নাথ স্কুল’। ১৮৮৪ সালে এটি দ্বিতীয় শ্রেণির কলেজ, ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজ এবং ১৯৬৮ সালে সরকারি কলেজে উন্নীত হয়। সর্বশেষ ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
জবির প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১১ জানুয়ারি। এতে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সান্ধ্যকালীন ডিগ্রিধারী মোট প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে স্নাতক ১১ হাজার ৮৭৭ জন, স্নাতকোত্তর ৪ হাজার ৮২৯ জন, এমফিল ১১ জন, পিএইচডি ৬ জন ও সান্ধ্যকালীন ১ হাজার ৫৭৪ জন ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছেলে ১৩ হাজার ৭৬২ জন এবং মেয়ে ৪ হাজার ৫৫৫ জন।
গত কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয় উপাচার্য শীতকালে দ্বিতীয় সমাবর্তন করার ঘোষণা দিয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করেন। তবে সেই কাজের অগ্রগতি উল্লেখযোগ্য নয় বলে জানা গেছে।
এ বিষয়ে আজ উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “জানুয়ারি মাসে সমাবর্তন উপলক্ষে বেশ কিছু কাজ অসম্পূর্ণ। প্রস্তুতি অগোছালো, তাই জানুয়ারিতে সমাবর্তন হবে—এটা নিশ্চিত নয়। আমরা একটি কমিটি করলেও এখনো কোনো কাজের অগ্রগতি পাইনি।”
মন্তব্য করুন
