

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিন্ন ভিন্ন প্যানেলে লড়বেন জবির তিন হাফেজ শিক্ষার্থী।
ছাত্রশিবির সমর্থিত অদম্য ঐক্য জবিয়ান প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী কাজী আরিফ, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলে প্যানেলে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী মো: রিয়াসাল (রাকিব) এবং স্বতন্ত্র প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী আশিকুর রহমান আকাশ লড়বেন।
অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী পরিসংখ্যান বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী কাজী আরিফ বলেন,'জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ময়দানে ছিলাম। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ায় ২০১৩ সালের ৫ মে ঘটনার প্রভাব পরিবারে পড়েছিল সেখান থেকেই ফ্যাসিস্টবিরোধী মনোভাব তৈরি হয়। ২০১৬ সালে ছাত্রশিবিরে যুক্ত হয়ে এই অবস্থানকে নিজের মিশন হিসেবে নিয়েছিলাম।
জুলাই আন্দোলনসহ জগন্নাথের সব আন্দোলনে অংশ নিয়েছি; যমুনায় পাহারা, সচিবালয় ঘেরাওসহ বিভিন্ন মুহূর্তে সরাসরি ছিলাম। আওয়ামী লীগ যেন আন্দোলন থেকে ফায়দা নিতে না পারে, সেদিকেও সক্রিয় ছিলাম।
শিবিরের প্যানেল বেছে নেওয়ার কারণও সেই ফ্যাসিস্টবিরোধী অবস্থান। আমি জকসুকে পুরোনো আন্দোলনের প্রতিদান নয়, বরং দায়িত্ব হিসেবে দেখি। জয়-পরাজয় আল্লাহর হাতে— শিক্ষার্থীদের হাতে সিদ্ধান্ত তুলে দিতে চাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা অনেক, এবং সবাইই সেগুলো বলছে। মূল প্রশ্ন— কে বাস্তবভিত্তিক ইশতেহার দিচ্ছে? দায়িত্ব পেলে কার্যনির্বাহী সদস্যদের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করাই আমার লক্ষ্য।'
ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃ রিয়াসাল (রাকিব) বলেন, 'কোরআন হেফজ করা আল্লাহর পক্ষ থেকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার।
ইসলামি শিক্ষা আমাকে নীতি, নৈতিকতা এবং আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেছে। আসন্ন জকসু নির্বাচন ২০২৫ আমি 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 'থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে নির্বাচন করছি, আমি সকলের সহযোগিতা দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, কিংবা যদি না-ও হতে পারি ইসলামি শিক্ষার মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কল্যাণে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো।'
স্বতন্ত্র প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, 'আমি কুরআনের হাফেজ হিসেবে দায়িত্ববোধ নিয়ে বড় হয়েছি। এই দায়িত্ব শুধু মসজিদের মিহরাবে সীমাবদ্ধ নয় মানুষের হক আদায়, ন্যায়পরায়ণতা বজায় রাখা এবং দুর্বলদের পাশে দাঁড়ানোও এর অংশ। এই কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলনে সামনে ছিলাম, কখনো নীরব থাকিনি।
শিক্ষার্থীরা আমাকে যে বিশ্বাস দেখাচ্ছেন, তা আমার কাছে বড় আমানত। সেই আমানতে খিয়ানত করব নাতাদের অধিকার, নিরাপত্তা ও সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। নেতৃত্ব হোক বা ইমামতি লক্ষ্য একটাই: মানুষের উপকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। আল্লাহ আমাদেরকে সত্য প্রতিষ্ঠার তাওফিক দিন।'
উল্লেখ্য, জকসু নির্বাচন ২২ ডিসেম্বর নির্ধারণ করলেও ভূমিকম্প ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়ায় নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
