বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক চাপায় ইউএনও অফিসের কর্মচারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
পঞ্চগড় থানা
expand
পঞ্চগড় থানা

পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক সরকারী কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আনোয়ারুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলায় নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে আটোয়ারীতে অফিসে উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল ইসলাম। এসময় তিনি জেলা শহরের করতোয়া সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। মুহূর্তেই ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X