বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
উদ্ধার করা বন্দুক
expand
উদ্ধার করা বন্দুক

মুন্সীগঞ্জের গজারিয়ার হোগলাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে।

র‍্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাটির পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ২৭ নভেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি শর্টগান ও রামদাটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১১।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X