বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একটি সিমের দাম ৫০০-৮০০ টাকা, বিপাকে ভাতাভোগীরা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
সিম কিনতে ভাতা উপকারভোগীদের ভিড়
expand
সিম কিনতে ভাতা উপকারভোগীদের ভিড়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা উপকারভোগীদের জিম্মি করে অতিরিক্ত দামে মোবাইল সিম বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন সিম ব্যবসায়ী সরকারি ভাতাভোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে জানা গেছে। এতে ক্ষোভ ও ভোগান্তিতে পড়েছেন সুবিধাভোগীরা।

এলাকার একাধিক ভাতাভোগী জানান, সরকারিভাবে ভাতা পেতে মোবাইল সিম বাধ্যতামূলক হওয়ায় নিরুপায় হয়ে তাদের অতিরিক্ত দাম দিয়ে সিম কিনতে হচ্ছে। মাসিক ভাতার টাকাই যেখানে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে কম পড়ে, সেখানে সিম কিনতে কয়েক শ’ টাকা গুনে দিতে হওয়া যেন তাদের সামনে আরেক বিপদ হয়ে দাঁড়িয়েছে।

গড্ডিমারী এলাকার বিধবা ভাতাভোগী সুকুবালা বলেন,আমি বহু কষ্টে ভাতাটা পাই, কিন্তু এখন সিম কিনতে ৫’শ টাকা লাগে। এর কম দেয় না। ধার করে টাকা এনে সিম কিনলাম। কাকে বিচার দেই?

স্থানীয় বাসিন্দা শফিজ উদ্দিন অভিযোগ করেন, “সিম ব্যবসায়ীরা এবার সুযোগ পাইছে। একটি সিম ৫’শ থেকে ৮’শ টাকায় বিক্রি করছে। আমরা ভাতা পাই বলেই আমাদের ওপর চাপ বাড়াইছে। আমরা সাধারণ মানুষ ব্যবসায়ীদের হাতে জিম্মি।” তিনি দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানান।

আরেক ভাতাভোগী জলো জানান, সিম না কিনলে তারা মোবাইলের মাধ্যমে সরকারি ভাতা পাবেন না। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর ম্যানেজার শাহা আলম বলেন,একটি রেগুলার সিমের দাম ৩৫০ টাকা। এর বেশি দামে বিক্রি অমানবিক। খোঁজ নিয়ে দায়ীদের বিরুদ্ধে নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন নাগরিকরা মোবাইল সিম ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আরফিন হক বলেন,বাজারদর ছাড়া বেশি দামে সিম বিক্রি করলে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট রিটেইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X