বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের সারের দাবিতে কালীগঞ্জে কৃষকদের মহাসড়ক অবরোধ 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
কৃষকদের মহাসড়ক অবরোধ 
expand
কৃষকদের মহাসড়ক অবরোধ 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ভুল্যারহাট বাজার মোড় এলাকায় সার বিক্রয় কেন্দ্র ‘মেসার্স সাইফুল ইসলাম এর গুদামের সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা।

কৃষকরা জানান, লালমনিরহাটের ব্র্যান্ডিং পন্য ভুট্টা চাষ। সেই ভুট্টা চাষাবাদের মৌসুম শুরু হয়েছে। ভুট্টা চাষের শুরুতেই সার সংকটের খবরে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।

কালীগঞ্জ উপজেলা ভোটমারী ইউনিয়নের বিসিআইসি'র পরিবেশক মেসার্স সাইফুল ইসলাম সার ঘর থেকে সার বিক্রি করা হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না। বিক্রয়কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার সকালে ভোটমারী ইউনিয়নের চাষিদের নিকট সার বিক্রি করা হবে। এ প্রচারনা শুনে উপজেলার ভোটমারী ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে ভিড় জমান। মুহুর্তে সার ক্রেতার দীর্ঘ লাইন হয় ওই বিক্রয় পয়েন্টে। কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদামতো সার না দিয়ে হঠাৎ বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এতো ক্ষুব্ধ হয়ে কৃষকরা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা আক্তার জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টার পরে সার সংকট নিরসেনর প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।

ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট গ্রামের কৃষক সামাদ বলেন, ৪ দোন জমির জন্য ইউরিয়া সার দরকার। কয়েক দিন ধরে ঘুরছি তারপরও সার পাইনি। আজ সকালে সার আসবে শুনে গিয়েছিলাম, কিন্তু সার না পেয়ে শুন্য হাতে ফিরতে হচ্ছে। কৃষি অফিসের লোকদের সহযোগিতায় ডিলাররা বাহিরে বেশি দামে সার বিক্রি করছে। সার না পেলে ভুট্টার আবাদ নষ্ট হবে।

অপর কৃষক সাইফুল ইসলাম বলেন, সারের জন্য বারবার ডিলারের কাছে যাচ্ছি, তবু সার পাই না। খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছে ডিলাররা। এই দুর্নীতি আর চলতে পারে না।

কৃষক শামসুল আলম বলেন, ভুট্টা আলু পেঁয়াজ তামাক খেতে এখনই সার দেওয়ার সময়। আজ কালকের মধ্যে সার না পেলে রোপণ করাই সম্ভব হবে না। আমার মতো অনেক কৃষকই সার পাচ্ছে না। এবারের ভুট্টার আবাদ কি হবে আল্লায় জানে।

মেসার্স সাইফুল ইসলাম এর স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম বলেন, কৃষি অফিসের লোকজনের উপস্থিতি ছাড়া সার বিক্রি করা হয় না। কালোবাজারে কোন সার বিক্রি হচ্ছে না।

কালীগঞ্জ উপজেলা বীজ সার মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, ভুট্টার মৌসুম চলায় সকল কৃষক একই সঙ্গে সার কিনতে আসছেন। যার কারনে কিছুটা সমস্যা হচ্ছে। তবে কৃষকরা মজুদ না করে চাহিদা মত সার কিনলে সমস্যা হত না। আমরা কৃষক পর্যয়ে কমিটি করেছি। আশা করি আগামী সপ্তাহে চাহিদা কমে গেলে চাপটাও কমে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X