বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাবলিগ জামাতের নতুন আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম

গাজীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে সৈয়দ ওয়াসিফুল ইসলাম
expand
তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে সৈয়দ ওয়াসিফুল ইসলাম

বাংলাদেশ তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে সৈয়দ ওয়াসিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ইন্দোনেশিয়ার ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী এ ঘোষণা দেন।

ইন্দোনেশিয়া তাবলিগের আলমি মাশওয়ারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

তবে জানা গেছে, বাংলাদেশ শুরার অধীনে বর্তমান আমির হযরত প্রফেসর ইউনুস সিকদার শুরার দায়িত্বে থাকবেন।

নতুন আমিরকে সহযোগিতা করতে কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ ও হাফেজ ওজিউল্লাহকে শুরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৈয়দ ওয়াসিফুল ইসলামকে দীর্ঘদিন পর তাবলিগ জামাত বাংলাদেশের আমির মনোনীত করায় সাথীদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তিনি ১৯৯৯ সাল থেকে তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা ও কাকরাইল মসজিদের শীর্ষ মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তাবলিগের কাজে তিনি বিশ্বের শতাধিক দেশ সফর করেছেন। দীর্ঘদিন ধরে তিনি তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ মুরব্বি ও বিশ্বনন্দিত দাঈ হিসেবে সুপরিচিত।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ইজতেমায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রায় ১,৫০০ তাবলিগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বর্তমানে সেখানে উপস্থিত আছেন। আগে এই তাবলিগ জামাতের বিশ্বব্যাপী আলমি মাশওয়ারা বাংলাদেশে বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হতো।

তবে মাওলানা সাদ কান্ধলভী বিরোধের কারণে তিনি বাংলাদেশে না আসায় এবছর আলমি মাশওয়ারা ইন্দোনেশিয়া ইজতেমায় অনুষ্ঠিত হয়েছে।

আজ ইন্দোনেশিয়া ইজতেমার সমাপনী দিনে আলমি মাশওয়ারায় কয়েকটি দেশের তাবলিগ জামাতের নতুন আমির ঘোষণা করা হয়।

সে সময় বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশ তাবলিগ জামাতের আমির হিসেবে সৈয়দ ওয়াসিফুল ইসলামের নাম ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X