

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া মগডেবা ঘোনার পাড়ার বাসিন্দা মৃত মির কাশেমের ছেলে শাহজাহান (৩২) ও পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের মংপু চ্কমার ছেলেরুপন কুমার চাকমা (২৫)।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি বিশেষ দল ২৬ ও ২৭ নভেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে উখিয়ার হাজির পাড়া এলাকা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান (৩২)-কে এবং উখিয়ার তেলখোলা এলাকা থেকে রুপন কুমার চাকমা (২৫)-কে গ্রেফতার করে।
র্যাব জানায়, এসব গুরুত্বপূর্ণ মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক তৎপরতার ফলে দুইজনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
