

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই শোক জানান। শোকবার্তায় মুফতি আমির হামজা লিখেছেন,বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও লিখেছেন, মহান আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফীক দান করুন।আমিন।
প্রসঙ্গত,আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া (ইন্তিকাল করেছেন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ দিন ধরে তিনি লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর এমন প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
