

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীর পুঠিয়া উপজেলায় জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সেনভাগ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাসির উদ্দিন উইলিয়াম (৫২)। তিনি রাজশাহী জেলা যুবলীগের শিক্ষা ও প্রকাশনা সম্পাদক। পাশাপাশি তিনি সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ছাড়া তিনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, নাসির উদ্দিন উইলিয়াম পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মনির উদ্দিনের ছেলে। অতীতে তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুঠিয়া থানার পুলিশ জানায়, নাসির উদ্দিন উইলিয়াম দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করার সঙ্গে জড়িত ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের সময় উইলিয়াম এলাকায় প্রভাবশালী ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নাশকতার প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
