বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতারা
expand
বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতারা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রুমিন ফারহানাসহ ব্রাহ্মণবাড়িয়ার চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি। বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন- জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তারা প্রত্যেকেই বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপির সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের বাইরে গিয়ে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলীয় ঐক্য বজায় রাখার স্বার্থেই এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছিল। আরও কয়েকজনের ব্যাপারে যাচাই-বাছাই চলছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়ায় দল তাদের বহিস্কার করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X