

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার কলমাকান্দায় মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে কলমাকান্দা থানাধীন লেঙ্গুরা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মোক্তার হোসেন (৩৬), পিতা মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ জাবেদ পারভেজ ওরফে আলম (৪২), পিতা মৃত জয়নাল আবেদিন। তারা উভয়ই লেঙ্গুরা উত্তরপাড়া, ওয়ার্ড নং–০১, ৫নং লেঙ্গুরা ইউনিয়ন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২,১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
