

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের দলীয় স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা হস্তক্ষেপ করে স্পষ্টভাবে জানান, সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের দলীয় স্লোগান দেওয়া যাবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে হোসেনপুর উপজেলা মাঠে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে প্রবেশের সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী ‘মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিতে থাকেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা তাদের বাধা দিয়ে বলেন, এটি একটি সরকারি অনুষ্ঠান এবং এখানে কোনো দলীয় স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন অভিযোগ করে বলেন, আমরা কোনো দলীয় স্লোগান দিইনি, এমনকি ধানের শীষের স্লোগানও নয়। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। ইউএনওর আচরণ অনভিপ্রেত ও দুঃখজনক।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন
