

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি না জানানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শহিদদের স্মরণে কোনো পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, “আমরা ২১শে ফেব্রুয়ারিতে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দেইনি। তবে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “কোনো বিদ্যালয়ে যদি শহিদ মিনার না থাকে, তাহলে পার্শ্ববর্তী বিদ্যালয় কিংবা যেকোনো নিকটবর্তী প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে হবে। যদি শ্রদ্ধাঞ্জলি প্রদান না করে থাকে, তাহলে তা অন্যায়।”
তিনি আরও বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিনে শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো দায়িত্ব ও কর্তব্যের অংশ।
মন্তব্য করুন
