বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতা
expand
নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতা

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৫ ই ডিসেম্বর) বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জ সদর থানাধীন চাম্পাতলা পান্না সিনেমা হল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি জাল তৈরির কারখানা ও ১টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত ৫০ হাজার পিচ সুতার রিল এবং ৫০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল এবং সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X