

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর)সকালের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল সীতাকুণ্ড মডেল থানাধীন কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে জানা যায়, জয়নাব আলীর বাড়ির দ্বিতীয় তলায় পলাতক আসামি দেলোয়ার হোসেনের ব্যবহৃত কক্ষে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি আবুল খায়েরের ছেলে এবং বাড়ি রোয়ালিয়াকুল, বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। অভিযানের সময় অপর একজন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামির দেখানো মতে বাড়ির দ্বিতীয় তলার একটি শয়নকক্ষের খাটের ওপর সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি বস্তার মধ্যে ৮টি পোটলায় রাখা মোট ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযানে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
