বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
বিজয় দিবস পালিত
expand
বিজয় দিবস পালিত

জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, পৌরসভা, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ইউএনও সুমন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, থানা পুলিশের পক্ষে এএসপি মো. মোস্তাফিজুর রহমান ভূঞা ও ওসি খন্দকার শাকের আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, হাসানুজ্জামান হীরা তালুকদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।

দিনব্যাপী কর্মসূচির শেষে উপজেলা চত্বরে বিজয়মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X