বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ
expand
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ

ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, ওসি মো. অলিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিনন্দন ডিসপ্লের মাধ্যমে লালমোহন হা-মীম রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নানা রূপ, ভাষা, সংস্কৃতি, কৃষি, প্রকৃতি, ইতিহাস ও উন্নয়নের প্রতিচ্ছবি। ওই ডিসপ্লেতে ধরা পড়ে ঐতিহ্য ও অগ্রগতির গৌরবময় বাংলাদেশ। এছাড়া হা-মীমের শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজে প্রতিটি পদচারণায় প্রকাশ পেয়েছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকার। এতে অতিথিরা মুগ্ধ হন। ডিসপ্লে ও কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করে লালমোহন হা-মীম রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X