

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতকুড়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুক (টমটম)-এর মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন ফহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)। তারাও সদর উপজেলার ছোটবহুলা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার দিন তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া নিহত হন এবং পেছনে থাকা দুই যুবক গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে সিলেটে পাঠানো হয়।
এ বিষয়ে সদর থানার এসআই ধ্রুবেশ দাস জানান, তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
নিহত ব্যক্তির স্বজনরা এখনো হাসপাতালে না আসায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি। স্বজনরা এলে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
