বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে: বাবর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘যুব ম্যারাথন’
expand
জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘যুব ম্যারাথন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমীর ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ৫৪ বছর আগে জুলুম-নির্যাতন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পরপরই বাংলাদেশ আবার ফ্যাসিবাদের দখলে পড়ে যায়। সেই থেকে বহু মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ব্যাংক-বিমা লুট করা হয়েছে। এরপর দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে বাংলাদেশে গুম, খুন ও নির্যাতন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়।

তিনি বলেন, এর বিরুদ্ধে বাংলাদেশের যুবসমাজ ও ছাত্রসমাজ লড়াই করে ৫ আগস্ট আরেকটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছিল। কিন্তু আজ স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে বলতে হয়, এত রক্ত, এত খুন হওয়ার পরও বাংলাদেশকে বৈষম্যমুক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, আপনারা দেখছেন জুলাই যোদ্ধা ও তরুণদের আইকন শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সরকারকে বলতে চাই, হাদির ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা হত্যার পরিকল্পনা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘যুব ম্যারাথন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল রহমান ওলিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল সালাম মাঝি, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক ফাইজুল হকসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে কলেজ গেট এলাকা থেকে যুব ম্যারাথন শুরু হয়ে খানপুরায় গিয়ে শেষ হয়। যুব ম্যারাথনে নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X