

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য যদি বিএনপিকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে বিএনপির নেতাকর্মীরা সকল ব্যয় বহন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে হত্যার উদ্দেশ্যে গুরুতর অসুস্থ শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে।
যারা দেশের নির্বাচন বানচালের জন্য গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার গোয়ালি মান্দ্রা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে এবং বর্তমান নির্বাচন কমিশনকে ব্যর্থ করতে দেশে ও বিদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
ফলে দেশের নানা শ্রেণি-পেশার সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ যাতে গণতন্ত্রের পথে না হাঁটে, সে জন্য গোপনে ষড়যন্ত্র চালিয়ে একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
এ কারণে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এর আগে, শহীদ বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ড. আসাদুজ্জামান রিপনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে একে একে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে।
মন্তব্য করুন
