বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক বিজয় দিবসের অঙ্গীকার: অধ্যাপক আবু ইউসুফ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউসুফ।
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউসুফ।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা ও পোৗরসভার উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত এসব র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউসুফ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু ইউসুফ বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আজকের বিজয় দিবসের অঙ্গীকার। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার শিক্ষা দিয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিজয় দিবসে আমাদের শপথ হোক একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং পোৗরসভার আমির এস এম বাইজীদ, সেক্রেটারী উজ্জল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X