

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল ৬টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এরপর উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমানের সভাপতিত্বে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান পারভেজ ও হাফিজুল ইসলাম মাস্টারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঞা, বিজয়নগর থানার ওসি একে ফজলুল হক, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমা প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
