

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশ, সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এহতেশাম, এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান, উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
