বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘আন্তর্জাতিক মহলের চক্রান্তে হাদি-কে হত্যার চেষ্টা করা হয়েছে’

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
expand
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

দেশে ও আন্তর্জাতিক ভাবে চক্রান্ত করে,আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা উদ্দেশ্যে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ২৪শের গণঅভ্যুত্থান সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে ছিলেন দুর্বৃত্তের হামলায় মস্তিষ্কে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

ফলে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে,মহান বিজয় দিবস উপলক্ষে,মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ চত্বরে, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ আরও বলেন, দেশের মানুষ যেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে আর কথা বলতে না পারে, সেই উদ্দেশ্যে সকল প্রতিবাদী কন্ঠস্বর নিস্তব্ধ করতে, পরিকল্পিত ভাবে এ হত্যার চেষ্টার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া আরো অনেকেই এমন হামলার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

এর আগে,১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশনেন তিনি। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ।

এদিন বিজয় র‍্যালি-টি উপজেলার মালির অংক বাজার থেকে শুরু হয়ে,বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় উপজেলা পরিষদ মাঠে গিয়ে।

এতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় ব্যানার ফেস্টুন সহ জাতীয় পতাকা হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে বিজয় র‍্যালিতে যোগদেন বিএনপি নেতা কর্মীরা। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আব্দুস সালাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X