বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিজয় র‍্যালি 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
জামায়াতের বিজয় র‍্যালি 
expand
জামায়াতের বিজয় র‍্যালি 

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় জামায়াতে ইসলামী জেলা কার্যালয় পুরাতণ বাসস্ট্যান্ড গোল থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এই র‍্যালিতে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী এই মিছিলে অংশ নেয়। এসময় নানান স্লোগানে স্লোগানে মুখোর ছিলো রাজপথ।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও অন্যান্য নেতা কর্মীরা।

এর আগে দুপুর ১ টায় ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বিশাল বিজয় র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোলচত্তর হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সরিফ ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।0

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X