বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
বিজয় দিবস উদযাপন 
expand
বিজয় দিবস উদযাপন 

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। লাল-সবুজের পতাকায় সাজানো উপজেলা জুড়ে দিনভর কর্মসূচিতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরবগাথা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করে শিবচর উপজেলা প্রশাসন।

এরপর সকাল ৯টায় স্থানীয় হাতির বাগান মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইডসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, অভিবাদন ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বিজয়ের আনন্দে অংশ নেন।

এদিকে বিজয় দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। মুক্তিযুদ্ধভিত্তিক স্টল, ঐতিহাসিক আলোকচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনায় মেলাটি পরিণত হয়েছে নতুন প্রজন্মের জন্য এক জীবন্ত ইতিহাস পাঠে।

তাছাড়া ডিসপ্লে, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী কর্মসূচির পর সন্ধ্যা ৬টায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X