

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মেলান্দহে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার কলার বাগান থেকে বেবী আক্তার (৪৬) নামে মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামে। তিনি মৃত সুজাউদ্দৌলা ধলা মেম্বারের কন্যা। নিহতের ভাই লিটন মিয়া জানান, “গত রাত থেকে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পাই। তার পরণে কোনো কাপড় ছিল না এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
লিটন মিয়া আরও জানান, তার বোন মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তবে কয়েকদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে তার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে হাতেনাতে আটক করে কোর্টে হস্তান্তর করেছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান এনপিবি'কে জানান, মৃতদেহের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে, এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি, তবে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন
