বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‎‎দিনাজপুরে ডিবির অভিযানে গ্রেপ্তার আ.লীগ নেতা ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
আওয়ামী লীগের পৌরসভার সহসভাপতি শেখ শাহ আলমকে গ্রেপ্তার
expand
আওয়ামী লীগের পৌরসভার সহসভাপতি শেখ শাহ আলমকে গ্রেপ্তার

‎দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌরসভার সহসভাপতি শেখ শাহ আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার শেখ শাহ আলমকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ‎ ‎দিনাজপুরে পুলিশ সুপার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। ‎ ‎শেখ শাহ আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর পৌর শাখার সহসভাপতি ও দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ জানিয়েছে তার নামে হত্যাসহ সাতটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ‎ ‎প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন শেখ শাহ আলম। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণ করাসহ বিতর্কিত ভূমিকা পালন করেন, যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ‎ ‎তিনি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসরদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছিল মর্মে জানা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X