বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
বিজয় দিবস উদযাপন
expand
বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবোজ্জ্বল এই দিনে জেলা জুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৩৯ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।

এরপর কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X