বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের ৯ নেতা-কর্মী  

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকসহ ৯ জনের জামায়াতে যোগদান
expand
কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকসহ ৯ জনের জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীনুল হক নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার, বাছির উদ্দিন, ইয়াসিন মিয়া, আশরাফুল ইসলাম, মো. রিটন, নাদিম আহমেদ, কামরুল ইসলাম ও ইমরান মিয়া।

জামায়াতে যোগদান প্রসঙ্গে সোহেল হায়দার বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় সংগঠন গড়ে তুলতে কাজ করেছি। গণঅধিকার পরিষদ একটি দেশপ্রেমিক দল।

তবে আমার কাছে মনে হয়েছে, আরও বৃহত্তর একটি দেশপ্রেমিক প্ল্যাটফর্মে কাজ করা প্রয়োজন। সে কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

তিনি আরও জানান, গতকাল তাকে সঙ্গে করে আরও পাঁচজন গণঅধিকার পরিষদ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন, সোহেল হায়দার দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িকভাবে অব্যাহতি প্রাপ্ত ছিলেন। ফলে তিনি ব্যক্তিগতভাবে যা সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X