বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
চাঁদপুর অঙ্গীকার পাদদেশে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা বিএনপি।
expand
চাঁদপুর অঙ্গীকার পাদদেশে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা বিএনপি।

দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের লোকজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসি সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমি।

সরকারি দপ্তরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করে সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর, সদর উপজেলা প্রশাসন, সিআইডি চাঁদপুর জেলা, পিবিআই, রেলওয়ে পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এলজিইডি, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিষ্ট্রারের কার্যালয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

সরকারি দপ্তরের মধ্যে আরো শ্রদ্ধ বিনেদন করে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়, কৃষি সম্প্রসার অধিদপ্তর চাঁদপুর, প্রবাসী কল্যাণ ব্যাংক, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা খাদ্য বিভাগ, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ চাঁদপুর, বিটিসিএল চাঁদপুর, বিসিক জেলা কার্যালয়, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর চাঁদপুর, জেলা প্রাণিসম্পদ দপ্তর, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বাপাউবো চাঁদপুর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, কৃষি বিপনন অধিদপ্তর চাঁদপুর, বিটিসিএল ও শ্রমন কল্যাণ কেন্দ্র চাঁদপুর।

রাজনৈতিক দলের মধ্যে চাঁদপুর জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য, জাকের পার্টি জেলা শাখা, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) চাঁদপুর সহ অন্যান্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন।

এছাড়াও শ্রদ্ধ নিবেদন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিট, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, এনজিও সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা, এনজিও ফাউন্ডেশন চাঁদপুর জেলা, বুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চল, এডাব চাঁদপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়ন, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ পাইভেট হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা, স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেন, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারি ইউনিয়ন চাঁদপুর জেলা।

এরপর সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরক কসরত প্রদর্শিত হয়। অন্যান্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষ্যে ১৬ থেকে ১৯ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X