

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেছেন, আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই, আমরা দলবাজি করবো না, সন্ত্রাসীর জায়গা হবে না, আমরা সন্ত্রাসী করবো না, কাউকে সন্ত্রাসী করতে দেব না, আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
ফজলু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড করতে যাচ্ছে। আমরা সারাদেশে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর ইতিহাসে রাজনৈতিক ময়দানে যে আবির্ভূত হয়েছে, জনগণের যে বিস্ফোরণ ঘটেছে এটা অকল্পনীয়।
সেটাকে সামনে রেখে জামায়াতে ইসলামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেই অংশ হিসেবে ভালুকা আসনে আমি মনোনয়নপত্র ক্রয় করেছি এজন্য মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যে বেদনা গণ অতীত, এটা এখন আমাদের বারবার মনে পড়ে, আমরা নিষিদ্ধ ছিলাম, আমার প্রতীক নিষিদ্ধ ছিল, আমাদের রাজনৈতিক ময়দানে কোণঠাসা ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর স্বাধীন একটা রাজনৈতিক ময়দান করে দিয়েছেন।
আমরা চাই, এ দেশ ন্যায়বিচার ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর কল্যাণমূলক সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া এই মেসেজ জনগণের সামনে তুলে ধরেছি।
অন্যদিকে, সোমবার বিকালে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দলীয় নেতা-কর্মীদের দিয়ে প্রথম দিনে সর্বপ্রথম মনোনয়ন ফরম কিনেছেন ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু।
মতবিনিময়কালে ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শহিদুর রহমান শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
