বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবিপ্রবির প্রথম বিসিএস ক্যাডার আরিফুল ইসলাম

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:১২ পিএম
মো. আরিফুল ইসলাম আরিফ।
expand
মো. আরিফুল ইসলাম আরিফ।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম আরিফ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। সমাজকর্ম বিভাগের প্রথম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আরিফুল জাবিপ্রবির প্রথম বিসিএস ক্যাডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করেছেন।

তাঁর এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো জাবিপ্রবি পরিবারে আনন্দ ও গর্বের আমেজ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আরিফুলের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে আরিফুল ইসলাম বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা-মা ও বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসিএস ক্যাডার হতে পারা কেবল সম্মানের নয়, এটি আমার দায়িত্বও অনেক বাড়িয়ে দিলো।

তিনি আরও বলেন, সৎভাবে দেশের সেবা করা, বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং তাঁদেরকে গর্বিত করা—সন্তান হিসেবে এটিই আমার স্বপ্ন।

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকোনুজ্জামান আরিফুলের সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য এক নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “যেখানে জ্ঞানের প্রদীপ প্রথম জ্বলে ওঠে, সেখান থেকেই আলোর পথ শুরু হয়। মো. আরিফুল ইসলাম আরিফের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ, পরিশ্রমের জ্যোতি এবং এক নতুন যুগের সূচনা। আরিফুল প্রমাণ করেছেন, নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ও অধ্যবসায় ও বিশ্বাসের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।”

এর আগে আরিফুল একাধিক সরকারি চাকরির পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া পেট্রোবাংলার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন, ৯ম গ্রেড) এবং সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্যও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি এনএসআইয়ের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন, ৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।

গাইবান্ধা সদর উপজেলার খামার গোবিন্দপুর গ্রামের মো. জামাল উদ্দিন ও মোছাঃ আকিদা বেগম দম্পতির সন্তান আরিফুল লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর জাবিপ্রবির সমাজকর্ম বিভাগে ভর্তি হন। তাঁর এই সাফল্যে পরিবারসহ এলাকার মানুষও আনন্দিত।

এক অভিনন্দন বার্তায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ চৌধুরী বলেন, আরিফুলের এই ঐতিহাসিক অর্জন জাবিপ্রবি পরিবারের জন্য গর্বের এবং এটি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন